বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

ট্রাকে লুকিয়ে ফ্রান্স প্রবেশের চেষ্টা, আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৮
ছবি-সংগৃহীত

উত্তর ফ্রান্সের সোম ডিপার্টমেন্টের বেহেন এলাকা থেকে ট্রাকে লুকিয়ে উপকূলের দিকে যাত্রা করা পাঁচ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি পুলিশ।

সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে বলে স্থানীয় সংবাদ মাধ্যম ইসি পিকার্দি। 

সোমবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় এ২৮ নামক মোটরওয়ের পার্কিংয়ে অপেক্ষায় ছিল একটি ট্রাক। টহলরত ফরাসি পুলিশের জন্দারমেরি শাখার সদস্যরা গাড়িটির গতিবিধি সন্দেহ হলে ভেতরে চেক করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এক পর্যায়ে সেখানে থাকা চারজন প্রাপ্তবয়স্ক এবং একজন অভিভাকহীন অপ্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়। 

ট্রাকটি উত্তর ফ্রান্সের আলোচিত কালে অঞ্চলের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। কালে থেকে অভিবাসীরা সমুদ্রপথে অথবা ফেরির মাধ্যমে অনিয়মিত উপায়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রচেষ্টা চালিয়ে থাকেন। 

আটক হওয়া ব্যক্তিরা ইরানের নাগরিক এবং তাদের বিরুদ্ধে ফরাসি অঞ্চল ত্যাগের আইনি নোটিশ প্রদান করা হয়েছে।

২০২৪ সালে ছোট নৌকায় উত্তর ফ্রান্স উপকূল থেকে ব্রিটেনে পৌঁছাতে গিয়ে সমুদ্রে নিহত হয়েছেন অন্তত ৭৪ জন অভিবাসী যা ২০১৮ সালের পর থেকে সর্বোচ্চ। 

যুক্তরাজ্য সরকার ২ জানুয়ারি জানিয়েছে, সন্দেহভাজন মানবপাচারকারীরা ব্রিটেনের নতুন আইনের অধীনে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি করা হবে। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

লন্ডন জানিয়েছে, সংগঠিত অভিবাসী পাচার নেটওয়ার্কগুলোকে ধ্বংস করতে সহায়তা করার জন্য সন্দেহভাজন ব্যক্তিদের ভ্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মন্তব্য করুন