ইতালিতে বসবাসরত বিদেশি জনগোষ্ঠীর ৮৭ শতাংশই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানিয়েছে দেশটিতে বিদেশিদের পর্যবেক্ষণে সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটি (আইএনপিএস)৷ ২৮ নভেম্বর তারা এ সংক্রান্ত পরিসংখ্যানটি প্রকাশ করেছে৷
অনিয়মিত কিংবা নিয়মিত অভিবাসী মিলিয়ে ইতালিতে বিদেশিদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি৷ ২০২৩ সালে দেশটিতে বসবাসরত মোট বিদেশির সংখ্যা ছিল ৪৩ লাখ৷ ২০১৪ সালে এই সংখ্যাটি ৩৪ লাখ নয় হাজার ৩৮৮৷ এই সংখ্যাটি রোমের মতো একটি শহরে বসবাসরত মোট জনসংখ্যার সমান৷
দেশটিতে বসবাসরত ৮৭ শতাংশ বিদেশি কর্মসংস্থানে যুক্ত৷ রোমানিয়ার নাগরিকেরা এক্ষেত্রে এগিয়ে রয়েছেন৷ এরপর আছে আলবেনিয়া, মরক্কো, চীন এবং ইউক্রেনের নাম৷
আইএনপিএস এর ডেটা বলছে, বিদেশিদের বেশিরভাগের বসবাস দেশটির মধ্য থেকে উত্তরাঞ্চলে৷ আর তুলনামূলক খুবই কম সংখ্যক বিদেশিরা বাস করছেন দেশটির দক্ষিণাঞ্চলে৷
২৭ নভেম্বর ট্রেড ইউনিয়নের এক সম্মেলনে ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা অভিবাসী কর্মীদের অবদানের কথা তুল ধরেন।
তিনি বলেন, ‘‘অভিবাসীদের মধ্যে দক্ষ কর্মীর সংখ্যা বৃদ্ধি খুবই ইতিবাচক৷ এটি দক্ষতা বাড়ানোর পাশাপাশি অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ এর মধ্য দিয়ে প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন নতুন পণ্য এবং বাজারও তৈরি করে৷’’
বেশিরভাগই বেসরকারি খাতে কর্মরত
আইএনপিএস বলছে, ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশের নাগরিক এবং এর বাইরের দেশ থেকে ইটালিতে আসা মানুষের সংখ্যা সবমিলিয়ে ৪৩ লাখ ৮৪ হাজার ৪৪ জন৷ তাদের মধ্যে ৩৮ লাখ ২০ হাজার ৭১৮ জন বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত রয়েছেন৷ এর পরিমাণ মোট বিদেশিদের ৮৭.২ শতাংশ৷ অবসর যাপন করছেন তিন লাখ ১৯ হাজার ৪৫৬ জন (৭.৩ শতাংশ) এবং বেকার কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হিসাবে রাষ্ট্রীয় সুবিধা নিচ্ছেন দুই লাখ ৪৩ হাজার ৮৭০ জন (৫.৬ শতাংশ)৷
এর অর্থ হলো, প্রতি দশ জনে আট জন বিদেশি ইটালি সরকারকে কর দিচ্ছেন৷ আর প্রতি দশ জনে মাত্র একজন অবসর ভাতা বা রাষ্ট্রীয় সুবিধা নিচ্ছেন৷
দেশটিতে থাকা বিদেশিদের বেশিরভাগ বেসরকারি খাতে যুক্ত রয়েছেন৷ সংখ্যাটি ৩৩ লাখ৷ এর মধ্যে আবার ৫৭.৫ শতাংশ অবশ্য পুরুষ৷ তাদের বার্ষিক গড় আয় ১৬ হাজার ইউরো, যা বাংলাদেশি টাকায় ২০ লাখেরও বেশি৷
অকৃষিখাত: ২৬ লাখ বিদেশি কর্মরত (৬৪.৫ শতাংশ পুরুষ)৷ বার্ষিক গড় আয় ১৮ হাজার ইউরো৷
কৃষিখাত: দুই লাখ ৯৩ হাজার বিদেশি কর্মরত (৭৪ শতাংশ পুরুষ)৷ বার্ষিক গড় আয় সাড়ে নয় হাজার ইউরো৷
গৃহস্থ কাজ: চার লাখ ৯২ হাজার বিদেশি গৃহস্থালি নানা কাজে যুক্ত রয়েছেন৷ বার্ষিক গড় আয় নয় হাজার তিনশ ইউরো৷
বিদেশিরা যেসব দেশ থেকে এসেছেন
ইটালিতে বসবাসরত বিদেশিদের মধ্যে যে পাঁচটি দেশের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলো হলো:
রোমানিয়া (সাত লাখ ছয় হাজার, ১৬.১ শতাং)
আলবেনিয়া (চার লাখ ২৮ হাজার, ৯.৮ শতাংশ)
মরক্কো (তিন লাখ ৪২ হাজার, ৭.৮ শতাংশ)
চীন (দুই লাখ ২৩ হাজার, ৫.১ শতাংশ)
ইউক্রেন (দুই লাখ ১৭ হাজার, ৫ শতাংশ)
বিদেশি কর্মীদের মধ্যে ৫৬.৭ শতাংশই পুরুষ। তবে লিঙ্গ সমতার বিষয়টি দেশে ভেদে ভিন্ন৷ যেমন, পাকিস্তানিদের ৯৪.৬ শতাংশ, বাংলাদেশিদের ৯৩.৭ শতাংশ, মিশরের ৯২ শতাংশ কর্মী পুরুষ৷ বিপরীতে, ইউক্রেনের ৭৯.২ শতাংশ, মলডোভার ৬৬.৭ শতাংশ, পেরুর ৫৯.৩ শতাংশ কর্মী নারী৷ তবে নারীদের বেশিরভাগই পরিচর্যা, যত্ন-আত্তি এবং গৃহস্থ কাজেই নিয়োজিত রয়েছেন৷
বয়স
ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা বিদেশি নাগরিকদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি৷ এসব দেশ থেকে আসা মানুষের ৪৫.৬ শতাংশের বয়স ৩৯ বা তার কম৷ কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা মানুষের মধ্যে এই সংখ্যা মাত্র ৩১.৩ শতাংশ৷
বয়স: ৪০-৫৯ বছর৷ অ-ইউরোপীয় ইউনিয়ন: ৪৩.৩ শতাংশ, ইউরোপীয় ইউনিয়ন: ৫২.২ শতাংশ
৬০-এর বেশি: অ-ইউরোপীয় ইউনিয়ন: ১১.১ শতাংশ, ইউরোপীয় ইউনিয়ন: ১৬.২ শতাংশ
মন্তব্য করুন