বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শীতের শুরুতে ইউক্রেনে হামলা জোরালো করেছে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫২
ছবি-সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় চালানো হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।

ইভান ফেডরভ বলেন, শুক্রবারের হামলায় একটি গাড়ির গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন ধরে যায়। টেলিগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় সেখানে আগুন জ্বলছে।

তাছাড়া আহতদের মধ্যে চার ও এগারো বছর বয়সী দুই শিশু রয়েছে বলেও জানান তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাছাড়া শীতের শুরুতে হামলা জোরালো করেছে মস্কো।

শুক্রবার (৬ ডিসেম্বর) ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় গর্ভনর জানিয়েছেন, এ ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

সেখানের জরুরি সার্ভিস জানিয়েছে, ১৬ জন আহতের মধ্যে একজন শিশু রয়েছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন