সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মানবপাচারকারী চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ২২:৫৭
ছবি-সংগৃহীত

লরিতে করে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে অভিবাসী পাচারের অভিযোগে পাঁচ জনকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)৷

অভিযুক্তদের সবাই পুরুষ৷ তাদের বয়স ৪৪ থেকে ৫৪ বছর৷ ২০ নভেম্বর সকালে তাদের গ্রেপ্তার করা হয়৷ পরদিন অর্থাৎ ২১ নভেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের৷ 

অভিবাসীদের অনিয়মিত পথে যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্সে পৌঁছাতে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে৷

এনসিএ জানিয়েছে, গত বছর বেশ কয়েক দফায় লরিতে করে যুক্তরাজ্য থেকে ফ্রান্স যাওয়ার পথে উদ্ধার করা হয়েছে দুইশরও বেশি উত্তর আফ্রিকান অভিবাসীকে৷ এসব ঘটনার সঙ্গে যোগসাজশ থাকায় অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

সংস্থাটি আরো জানিয়েছে, এই পাঁচ জনের মধ্যে একজনকে লন্ডনের দক্ষিণ-পূর্বদিকে ক্যাম্বারওয়েল থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বয়স ৫২ বছর৷ ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানবপাচারকারী চক্রের ‘শীর্ষ স্থানীয়’ বা মূল হোতাদের একজন৷

লন্ডনের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বাকি চার জনকে৷ তাদের বিরুদ্ধে লরিতে রাখা গাড়ি এবং ভ্যানে করে অভিবাসী পাচারের অভিযোগ আনা হয়েছে৷

অভিযুক্তরা আলজেরিয়া এবং মিশরীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে৷ এনসিএ জানিয়েছে, তদন্তের অংশ হিসাবে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

এনসিএ-এর শাখা কমান্ডার ক্রিস হিল বলেন, ‘‘উত্তর আফ্রিকান অভিবাসীদের যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পাচারের সঙ্গে যুক্ত একটি অপরাধী চক্রকে ধরতে আমাদের তদন্ত চলমান রয়েছে৷ এসব গ্রেপ্তার তদন্তের অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক৷’’

তিনি আরো বলেন, ‘‘মানবপাচারকারীরা অভিবাসীদের নিরাপত্তা নিয়েও চিন্তিত নয় বা তাদের সঙ্গে মানবিক আচরণও করে না৷ অভিবাসীদের তারা নৌকা বা লরিতে করে পরিবহণের ব্যবস্থা করে৷ তারা শুধু অর্থের দিকেই তাকিয়ে থাকে৷’’

ক্রিস হিল বলেন, ‘‘এই চক্রটি শুধু যুক্তরাজ্য থেকে অন্য দেশে অভিবাসী পাচারই করে না, বরং অন্য দেশ থেকেও অভিবাসীদের যুক্তরাজ্যেও নিয়ে আসে৷ ফলে চলমান অভিযানের মাধ্যমে আমরা তাদের ফুটপ্রিন্ট অনুসরণ করে চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনতে পারব৷’’

বৃহস্পতিবার যুক্তরাজ্যের নটিংহাম ক্রাউন কোর্টে আনা হয় মানবপাচারে জড়িত আরেক সন্দেহভাজনকে৷

এনসিএ জানিয়েছে, ফ্রান্স ও বেলজিয়াম থেকে অভিবাসী পাচার এবং যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

৪৬ বছর বয়সী এই সন্দেহভাজনকে স্পেন থেকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে৷ ২০ নভেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

এনসিএ জানিয়েছে, বিচার কাজ শুরু হওয়ার আগে আদালত তার জামিন মঞ্জুর করলে গত বছরের মার্চে যুক্তরাজ্য থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি৷ আগস্টে স্পেনে তাকে আবার গ্রেপ্তার করা হয়৷

মন্তব্য করুন