মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

স্পেনে আকস্মিক বন্যায় মৃত্যু ৫১

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ অক্টোবর ২০২৪, ১৯:৪৪
ছবি-সংগৃহীত

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর জানা গেছে। এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার পানি ঐ অঞ্চলের কয়েকটি ছোট শহরের বহু-ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। 

এতে রাস্তা-ঘাট ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু মানুষ বন্যার তোড়ে ভেসে গেছে। তাদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। যতই সময় গড়াচ্ছে, ততই মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু নিশ্চিত নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়ায় লাল এবং দক্ষিণের আন্দালুসিয়ার কিছু অংশেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ভারি বৃষ্টির কারণে বন্ধ ঘোষণা করা হয় মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ট্রেন চলাচল।

স্থানীয় বাসিন্দাদের তোলা এবং স্প্যানিশ টিভিতে সম্প্রচার করা ছবিতে দেখা যায়, বিশাল জলরাশি যানবাহন ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবনগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কোনো কোনো এলাকায় এক দিনেই এক মাসের চেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের কর্তৃপক্ষ নাগরিকদের বাড়িতে থাকতে এবং সকল অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে।

সংকট মোকাবিলায় স্পেনের কেন্দ্রীয় সরকার একটি ক্রাইসিস কমিটি গঠন করেছে যা মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠক করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রেডিও এবং টিভি স্টেশনগুলো বন্যাকবলিত এলাকায় আটকে পড়া নাগরিকদের সাহায্যের জন্য শত শত ফোনকল পাচ্ছিল, কারণ জরুরি পরিষেবাগুলো সব ক্ষতিগ্রস্থ স্থানে পৌঁছাতে সক্ষম হয়নি।

মন্তব্য করুন