বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিএনপির বৈঠক 

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:২০

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অবগত করতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে জার্মানির রাজধানী বার্লিনের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম।  

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ডিভিশনের ডেপুটি হেড ক্লডিয়া উইলকেনস, ইন্দো-প্যাসিফিক পলিসি সাউথ এশিয়ার ডিরেক্টর আলটমাইয়ের মাইকিসহ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জার্মানি বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ব্যাক্ত করা হয়। 

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া,কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান, বার্লিন বিএনপির সভাপতি জসিম উদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক বাবুল বেপারী। 

জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া জানিয়েছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ এবং জার্মান সরকারের মধ্যকার সম্পর্ক জোরদার করতে আলোচনা করা হয়। এছাড়াও আগামিতে গনতন্ত্র প্রতিষ্ঠায় জার্মান সরকারের সহায়তা চাওয়া হয় বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য করুন