বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

জার্মানিতে আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপন

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি
  ১২ অক্টোবর ২০২৪, ২৩:২৭

জার্মানিতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 
ফ্রাঙ্কফুটে জার্মান-বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এ দুর্গোৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যদিয়ে চলছে বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এ ধর্মীয় উৎসব। 

জার্মান-বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি স্বজন কুমার চক্রবর্তী জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন জার্মান-বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এ বছরও দুর্গোৎসবের আয়োজন করেছে। প্রতিদিন অসংখ্য প্রবাসীরা পূজামণ্ডপ পরিদর্শন করতে আসেন বলে তিনি জানান। মিউনিখে মাতৃমন্দির কালচারাল সংগঠনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারো আয়োজন করা হয়েছে দুর্গোৎসবের। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যদিয়ে পূজা করছেন। মিউনিখ এবং আশেপাশে বসবাসকারী শতশত প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিন পূজা দেখতে আসেন।  


সনাতন ধর্মাবলম্বী প্রবাসি বাংলাদেশিরা জানিয়েছেন, জগতের খারাপ সবকিছু দূর হয়ে বিশ্বে শান্তি নেমে আসুক এবং প্রশান্তিতে থাকুক সবাই- এমনটাই প্রার্থনা এবারের পূজায়। 

এছাড়াও বার্লিন,বনসহ বিভিন্ন শহরে দুর্গাপূজা উপলক্ষে অস্থায়ী পূজামণ্ডপ তৈরি করে পূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এসব পূজামণ্ডপে প্রতিদিন প্রবাসী বাংলাদেশিরা জড়ো হয়ে পূজা উৎসব  উপভোগ করেন।

মন্তব্য করুন