বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

জার্মানিতে এআইইউবি'র সাবেক ছাত্রদের মিলনমেলা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি,
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবি এর সাবেক ছাত্রদের এক মিলনমেলা। দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নেন তিন শতাধিক সাবেক শিক্ষার্থী। ইউরোপে বিভিন্ন স্থানে কর্মরত এবং অধ্যয়নরত বাংলাদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের এই মিলনমেলা গত ৭ সেপ্টেম্বর ফ্রাঙ্কফুর্টের একটি স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউরোপের নানা দেশে ছড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা। তাদের অনেকেই নামীদামি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। তবে একটি পরিচয়ে সবাই একাত্মবোধ করেন, আর তা হলো তারা একসময় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবিতে পড়াশোনা করতেন।উদোক্তারা এই মিলনমেলার নাম দিয়েছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ইউরোপীয় অ্যালামনাই মিট। মিলনমেলায় প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন সাবেক শিক্ষার্থীরা। ক্যাম্পাস জীবনের নানা অম্ল-মধুর স্মৃতিচারণ করেন তারা। পুরো আয়োজন যেন এক টুকরো বাংলাদেশে পরিনত হয়। সারা দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ উচ্ছাস আর পুরোনো দিনের নানা কথা আর গল্পে জমে উঠে। অনেক দিন পরে বিশ্ববিদ্যালেয় সহপাঠী,বন্ধু সারথিদের পেয়ে সবাই যেন বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় জীবনে ফিরে গিয়েছিল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদিন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদিন এবং গুগলের প্রথম বাংলাদেশি বিশিষ্ট প্রকৌশলী ও সিনিয়র ডিরেক্টর জাহেদ সবুর। প্রবাসে মিলনমেলার এই মহতী অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য নানা ইভেন্টে দীর্ঘ প্রস্তুতির সঙ্গে জড়িত ছিলেন অনেকে। তারমধ্য শোরাব হোসেন, সুজয় পালম, জিকো , দেবজোতি পল, রনি, মুহাম্মদ বাকের, গৌতম সাহা, ফাহিম, ইভান, রায়হান, সৌরভ, রিয়াদ, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
 

 

মন্তব্য করুন