বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০২
ছবি- সংগৃহীত

৭৩ বছর বয়সী রাজনীতিবিদ ও আমলা মিশেল বার্নিয়েকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। নতুন প্রধানমন্ত্রী শিক্ষা, নিরাপত্তা এবং অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়ার ঘোষণা দিয়েছেন।

সংসদ ভেঙে দিয়ে চলতি বছরের জুলাইয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ইউরোপজুড়ে বিষ্ময় সৃষ্টি করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। কিন্তু ওই নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী মনোনোয়ন দিতে গিয়ে বিপাকে পড়ে যান মাক্রোঁ।

আগাম সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় সবাইকে অনেকটা চমকে দিয়ে ভালো ফল করে বামেদের নতুন জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি)। কিন্তু সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি জোটটি৷ যার কারণে কোয়ালিশন ভিত্তিক সরকার গঠনের তোড়জোড় শুরু হয়।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সরকারি ফলাফলে দেখা যায়, অভিবাসনপন্থি বামেদের নতুন জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) পায় ১৮২ আসন, প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর জোট ‘টুগেদার’ পেয়েছিল ১৬৮ আসন এবং মারিন লো পেনের ন্যাশনাল ব়্যালি পায় ১৪৩টি আসন এবং রক্ষণশীল এলআর দল পেয়েছে ৪৬টি আসন।

নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে মূলত মধ্য-ডান এলআর দলের রাজনীতিবিদ৷ ১৯৭৩ সালে রাজনীতিতে প্রবেশ করা এই বর্ষীয়ান রাজনীতিক ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি প্রধানমন্ত্রী৷ এর আগে ৩৫ বছর বয়সি গাব্রিয়েল আতাল ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন।

সবশেষ ইউরোপীয় ইউনিয়নের হয়ে ব্রিটেনের সাথে ‘ব্রেক্সিট’ আলোচনার প্রধানের দায়িত্বে ছিলেন এই আমলা ও রাজনীতিবিদ।

বৃহস্পতিবার দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, তিনি ফ্রান্সের ‘আর্থিক ঋণ’ সম্পর্কে জাতির কাছে সত্য বলতে ভয় পাবেন না৷ এছাড়া বেশ কিছু খাতে বড় ‘পরিবর্তনের’ প্রতিশ্রুতিও দিয়েছেন মিশেল বার্নিয়ে।

তবে তিন ব্লকে বিভক্ত ফরাসি রাজনৈতিক ধারায় সবাইকে একত্র করে একটি স্থিতিশীল সরকার গঠন করার হবে তার প্রধান চ্যালেঞ্জগুলোর একটি৷ যদিও বাম জোট এনএফপি ইতিমধ্যে বার্নিয়ে সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা ভোট আনার হুমকি দিয়েছে।

তাদের মতে, মাক্রোঁ ডান দল থেকে প্রধানমন্ত্রী দিয়ে জনগণের ভোটের সাথে প্রতারণা করেছেন৷ এনএফপি মনোনীত প্রার্থীকে তার প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দেওয়া উচিত ছিল।

বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পর এলআর দল থেকে নির্বাচিত সিনেটর আনিয়েসআ আভ্রো বলেন, ‘‘আমরা আনন্দিত৷ আঞ্চলিক, জাতীয় এবং ইউরোপীয় স্তরে দৃঢ় অভিজ্ঞতা প্রদর্শন করতে সক্ষম এমন একজন বিরল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে মিশেল একজন।’’

সংসদে বিভিন্ন দলের সমর্থন এবং তাৎক্ষণিক অনাস্থা ভোটে পতন হবে না এমন ব্যক্তির সন্ধানে সব পক্ষের সাথে দফায় দফায় বৈঠক করেছেন এমানুয়েল মাক্রোঁ।

মিশেল বার্নিয়ের মনোনোয়ন ফ্রান্সের চেয়েও ব্রাসেল বেশি প্রশংসা পেয়েছে। ইউরোপপন্থি হওয়ায় জার্মানি, ইটালি এবং ইইউ কর্তৃপক্ষ নতুন ফ্রান্সের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।

২০২২ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল এলআর থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছিলেন মিশেল বার্নিয়ে।

প্যারিস এবং ব্রাসেলসের ক্ষমতার করিডোরে কয়েক দশক ধরে হাঁটা এই দীর্ঘদেহী রাজনীতিবিদ ফ্রান্সের ক্ষমতায় থিতু হতে পারবেন কি-না সেটি এখন দেখার বিষয়।

কট্টর ডান ন্যাশনাল র‍্যালি (আরএন) নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনই বামেদের মতো ‘অনাস্থা’ ভোট না দিয়ে তার কার্যক্রম দেখে সিদ্ধান্ত নিয়েছে৷ যদিও বামেদের অভিযোগ মূলত মারিন লো পেন সরাসরি বিরোধিতা করবেন না এমন একজনকেই বেছে নিয়েছেন মাক্রোঁ।

আর মাক্রোঁর জোটের দলগুলো বলেছে, তারা পরিস্থিতি বুঝে নতুন প্রধানমন্ত্রীর অবস্থান বিবেচনায় নেবে৷ তবে ‘ব্ল্যাংক চেক’ দিবেন না বলেও সতর্ক করেছেন তারা।

ইউরোপীয় পার্লামেন্টে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি দলের প্রধান সৈয়দ কামাল মন্তব্য করেছেন, ‘‘আমাদের প্রকৃতপক্ষে ব্রেক্সিট আলোচনায় অভিজ্ঞ বার্নিয়ের চেয়ে খারাপ কাউকে পাওয়ার ঝুঁকি ছিল।’’

তিনি মিশেল বার্নিয়ের ইংরেজি দক্ষতে সম্পর্কে বলেন, ‘‘তিনি তার বিপরীতে থাকা লোকেদের সাথে সরাসরি ইংরেজিতে তর্ক করার জন্য যথেষ্ট দক্ষতা রাখেন।’’

তবে অভিবাসন সংশ্লিষ্ট মহলের জন্য আপাতত কোনো সুখবর নেই৷ কারণ কট্টর ডান ও মধ্য-ডানের সহায়তায় টিকে যাওয়া সরকার অভিবাসন সংশ্লিষ্ট বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

 

মন্তব্য করুন