ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার ঘটা এ দুর্ঘটনায় আরও অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন বলে বুধবার জানিয়েছে ইতালির কোস্টগার্ড।
কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, লাম্পেদুসা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল (১৮.৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে একটি ডুবথে থাকা নৌকা থেকে ৭ জনকে উদ্ধার করা হয়।
বেঁচে যাওয়া যাত্রীরা উদ্ধারকারীদের জানিয়েছেন, রোববার তারা লিবিয়া থেকে রওনা হয়েছিলেন এবং তিন শিশুসহ ২৮ আরোহীর মধ্যে ২১ জন খারাপ আবহাওয়ার মধ্যে সাগরে পড়ে যান।
শরণার্থীদের ল্যাম্পেদুসায় আনা হয়েছে এবং অবশিষ্ট নিখোঁজ শরণার্থীদের সন্ধান ও উদ্ধার প্রচেষ্টা এখনও চলছে।
মন্তব্য করুন