শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ইতালিতে জাল নথিতে রেসিডেন্স পারমিট, বাংলাদেশিকে গৃহবন্দি

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ আগস্ট ২০২৪, ০০:২৩
ছবি- সংগৃহীত

জাল নথির মাধ্যমে রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি পাইয়ে দিতে কাজ করা একটি সংঘবদ্ধ চক্রের খোঁজ পেয়েছে ইতালির আমব্রিয়ার মাফিয়াবিরোধী তদন্তকারী পুলিশের দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এক মিশরীয় ব্যবসায়ী পারিবারিক পুনর্মিলন ভিসার আওতায় কয়েকজন অভিবাসীর আত্মীয়দের জাল নথির মাধ্যমে ইটালি আনতে সক্ষম হয়েছেন।

এই চক্রের সঙ্গে জড়িত ৩০ বছর বয়সী ওই মিশরীয় এবং ৩২ বছর বয়সী এক বাংলাদেশিকে গত ৫ আগস্ট থেকে গৃহবন্দি করা হয়েছে। 

এছাড়া ৫৮ বছর বয়সী একজন ইটালীয়কে বিচার বিভাগীয় পুলিশের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তিন জনকেই আমব্রিয়া তদন্তকারী বিচারকের নির্দেশে সতর্কতামূলক ব্যবস্থায় আটক রাখা হয়েছে।

পুলিশি হেফাজতে নেওয়া ছাড়াই আরো ২৫ জনের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে৷ রোম, পেরুজিয়া, সিয়েনা এবং এই অঞ্চলের অন্যান্য শহরগুলোর শ খানেক কর্মকর্তার সহযোগিতায় তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

বাসা বদল নিয়ে সন্দেহজনক গতিবিধি

২০২২ সালে টেরনি পাবলিক প্রসিকিউটর অফিসের এক প্রতিবেদনের পর এ বিষয়ে তদন্ত শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, মিশর এবং ইরাক থেকে আসা অভিবাসীরা শহরের কেন্দ্রস্থলে ঘন ঘন বাসা বদলের আবেদন নিয়ে আসছেন, যা সন্দেহজনক।

তদন্তে ওই মিশরীয় নাগরিকই চক্রের মূল হোতা হিসাবে প্রতীয়মান হয়। পেরুজিয়া প্রসিকিউটর অফিস জানিয়েছে, ওই মিশরীয় নাগরিক তার নিজ দেশের অনেককের জন্য বাসা ভাড়ার চুক্তি জাল করে বসবাসের অনুমতি পেতে বা নবায়নে সহযোগিতা করেছিলেন।

তদন্তে দেখা গেছে টেরনি প্রদেশে অপরাধমূলক একটি সংগঠন সক্রিয় ছিল আর ওই মিশরীয় নাগরিক প্রতিদিন প্রায় আটশটি ফোন কল করতেন এবং পেতেন।

বসবাসের অনুমতি বা নবায়ন, দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি বা পারিবারিক পুনর্মিলনের জন্য জাল নথি যোগাড় করতেন বলে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন