শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ইতালিতে যুদ্ধবিরতি আলোচনায় বসছে মিশর-যুক্তরাষ্ট্র-কাতার-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ১২:৫৯
ছবি- সংগৃহীত

এবার ইতালির রাজধানী রোমে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবেন মিশর, যুক্তরাষ্ট্র, কাতার ও ইসরায়েলের প্রতিনিধিরা। রোববার (২৮ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মিশরের আল-কাহেরা নিউজ টিভি চ্যানেল।

উচ্চ পর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে টিভি চ্যানেলটি জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে মধ্যস্থতাকারীদের অব্যাহত প্রচেষ্টার মধ্যে রোমের বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে।

সূত্রটি আরও জানিয়েছে, মিশরের একটি প্রতিনিধি দল রোমের বৈঠকে অংশ নিচ্ছে, যার লক্ষ্য যুদ্ধবিরতিতে ঐক্যমত্যে পৌঁছানো, গাজায় মানবিক ত্রাণ প্রবেশ নিশ্চিত করা, ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা সহজ করা এবং রাফাহ ক্রসিং থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা।

২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও কাতারের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে মিশর।

চলতি মাসের শুরুর দিকে কায়রো ও দোহায় সর্বশেষ দফার আলোচনা অনুষ্ঠিত হলেও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।

মন্তব্য করুন