২০২৩ সালের তুলনায় গত বছর স্লোভেনিয়ায় অনিয়মিত অভিবাসন কমেছে প্রায় এক চতুর্থাংশ৷ চলতি বছরের প্রথম প্রান্তিকেও এই ধারা অব্যাহত রয়েছে৷
স্লোভেনিয়ার সীমান্ত পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে অনিয়মিতভাবে এসেছিলেন ৬০ হাজার ৫৯৫ জন অভিবাসী৷
২০২৪ সালে এই সংখ্যাটি কমে হয়েছে ৪৬ হাজার ১৯২৷ এক বছরে অনিয়মিতভাবে আসা অভিবাসীর সংখ্যা ২৪ শতাংশ কমেছে৷
২০২৪ সালে দেশটিতে আসা অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন যথাক্রমে সিরিয়া, আফগানিস্তান, তুরস্ক, মরক্কো ও বাংলাদেশের নাগরিকেরা৷ সিরীয় অভিবাসীদের সংখ্যা ছিল ১৪ হাজার ৭৩৪ জন, আফগানিস্তান থেকে এসেছেন ৭ হাজার ২৪৬ জন এবং বাংলাদেশ থেকে এসেছেন ২ হাজার ৩১১ জন৷
২০২৫ সালের প্রথম তিন মাসে স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে এসেছেন মাত্র ৩ হাজার ৮৭৬ জন অভিবাসী৷ গত বছরের একই সময়ে সংখ্যাটি ছিল ৯ হাজার ৮২৬৷
অর্থাৎ চলতি বছরের শুরুতে অনিয়মিত অভিবাসন কমেছে ৬০ শতাংশ৷ এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী এসেছেন আফগানিস্তান, বাংলাদেশ ও মরক্কো থেকে৷
বলকান রুটে এখনও সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ক্রোয়েশিয়া সীমান্ত৷ চলতি বছর মোট অনিয়মিত অভিবাসীর ৮৫ দশমিক ৫ শতাংশ এসেছেন এই সীমান্ত দিয়ে৷
অপরদিকে, স্লোভেনিয়ায় আশ্রয় চেয়ে আবেদনের সংখ্যাও কমেছে৷ ২০২৩ সালে যেখানে ৫৮ হাজার ৭৫৩ জন আশ্রয় আবেদন করেছিলেন, সেখানে ২০২৪ সালে সংখ্যাটি নেমে হয়েছে ৪৪ হাজার ৩৮৩৷
২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবেদন করেছেন মাত্র ৩ হাজার ২৯১ জন৷
অন্যদিকে, স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে বসবাসের অভিযোগে আটক করা বিদেশিদের সংখ্যাও বেড়েছে৷ ২০২৪ সালের প্রথম তিন মাসে ৩৭৫ জনকে আটক করা হলেও চলতি বছর একই সময়ে আটক হয়েছেন ৬০৯ জন৷
আন্তর্জাতিক চুক্তির আওতায় স্লোভেনিয়া ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৩৬ জন অনিয়মিত অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে এবং একই সংখ্যক অভিবাসীকে অন্যান্য দেশ থেকে গ্রহণ করেছে৷ ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিশর, সিরিয়া এবং ইউক্রেনের নাগরিকেরা ছিলেন৷
স্লোভেনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট তথ্যগুলো ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত হালনাগাদ করা হয়েছে৷
মন্তব্য করুন