শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

আদালতের রায়ের কড়া প্রতিক্রিয়া জানালেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ১১:১১

ইটালির একটি আদালত দেশটিকে একদল শরণার্থীকে ক্ষতিপূরণ দিতে বলেছে, যাদের ২০১৮ সালে বেশ কয়েকদিন উপকূলরক্ষীদের জাহাজ দিচত্তিতে আটকে রাখা হয়েছিল এবং সিসিলির বন্দরে নামতে দেও হয়নি।

রোমের সুপ্রিমকোর্ট শুক্রবার রায় দিয়েছে যে ইটালি রাষ্ট্রকে একদল ভূমধ্যসাগরীয় অভিবাসীকে ক্ষতিপূরণ দিতে হবে। মূলত ইরিত্রিয়ার এই নাগরিকদের ২০১৮ সালে দিচত্তিতে দশ দিনের মতো আটকে রাখা হয়েছিল।

ওই বছরের আগস্টে লাম্পেদুসা দ্বীপের কাছ থেকে ১৯০ জন অভিবাসীকে উদ্ধার করে ইটালির উপকূলরক্ষীরা৷ তাদের মধ্যে ১৩ জনকে জরুরি চিকিৎসা দিতে দ্বীপটিতে নিয়ে যান তারা। বাকিদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির নির্দেশে দশ দিনের মতো উদ্ধার জাহাজে আটকে রাখা হয়েছিল। 

সালভিনি সেই অভিবাসীদেরকে টানা কয়েকদিন সিসিলির কাতানিয়া দ্বীপে নামতে দেননি৷ তাদেরকে তখনই নামতে দেয়া হয়েছিল যখন আলবেনিয়া এবং আয়ারল্যান্ড দিচত্তিতে থাকা কিছু অভিবাসীকে তাদের দেশে নিতে সম্মত হয়েছিল৷ ইটালির ক্যাথলিক চার্চও সেসময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল।

রাইনিউজ২৪ এর সিনিয়র রিপোর্টার আনজেলা কাপোনেত্তো এক্সে আদালতের সিদ্ধান্তের অংশবিশেষ প্রকাশ করেছেন৷ সেখানে উল্লেখ করা হয়েছে যে ২০১৮ সালের সেই ঘটনা আইনের লঙ্ঘন ছিল এবং ‘‘এতে মানবিক মর্যাদার প্রতি সম্মান জানানো হয়নি’’। 

দিচত্তি নামে পরিচিত এই মামলাটি করেছিলেন ইরিত্রিয়ার এক নাগরিক যিনি ঘটনার সময় জাহাজটিতে ছিলেন।

ইটালি সরকারের প্রতিক্রিয়া 

ইটালির উগ্র ডানপন্থি জোট সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, আদালতের রায়ের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। মেলোনি অভিযোগ করে বলেছেন যে তার সরকারের এখন ‘‘ইটালীয় করদাতাদের দেয়া পয়সা দিয়ে’’ এমন মানুষদের ক্ষতিপূরণ দিতে হবে যারা ‘‘অবৈধভাবে ইটালিতে প্রবেশ করেছিলেন’’। তিনি সুপ্রিম কোর্টের রায়কে ‘‘হতাশাজনক’’ আখ্যা দিয়েছেন। 

বর্তমানে ইটালির উপপ্রধানমন্ত্রী সালভিনি আদালতের রায়কে ‘‘বেইজ্জতি’’ বলে আখ্যা দিয়েছেন৷ এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘‘বিচারকদের যদি এত দরদ থাকে তাহলে তারাই পয়সা দিক এবং অবৈধ অভিবাসীদের গ্রহণ করুক।’’

স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৮-২০১৯ সালে অভিবাসীদের বহনকারী উদ্ধার জাহাজগুলোকে ইটালিতে ভিড়তে না দেয়ার নীতি নিয়ে কুখ্যাত হয়েছিলেন মাত্তেও সালভিনি। 

দিচত্তি রায় নিয়ে রাজনীতিবিদদের এসব মন্তব্য আদালতেরও দৃষ্টিগোচর হয়েছে৷ বিচারক মার্গেরিটা ক্যাসানো আদালতের সিদ্ধান্তের সমালোচনা করা যাবে বলে জানিয়েছেন, তবে সেটির অমর্যাদা গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন।

মন্তব্য করুন