শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

৩৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২

মঙ্গলবার ফ্রান্সের কালে উপকূল থেকে ৩৮ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি নৌবাহিনীর চার্টার উদ্ধার জাহাজ আবেই নরমান্দি৷ চ্যানেল এবং উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি প্রেফেকচুর (প্রেমার) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর ফ্রান্সের ডানকের্ক অঞ্চলের একটি সংস্থা আঞ্চলিক অপারেশনাল নজরদারি ও উদ্ধার কেন্দ্র (ক্রস)-কে ডানকের্ক উপকূল থেকে একটি অভিবাসী বোঝাই নৌকা ছাড়ার কথা জানায়। 

উপকূল থেকে যাত্রা করা নৌকাটি স্থানান্তরের জন্য একটি উপকূলীয় সামুদ্রিক নজরদারি জাহাজ (ভিসিএসএম)-কে নিযুক্ত করে ক্রস।

সমুদ্রে অভিবাসীদের নৌকাটিকে কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ দেখতে পায়, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং সেখানে থাকা বেশ কয়েকজন অভিবাসী কর্তৃপক্ষের সাহায্যের অনুরোধ করছে। 

অভিবাসীরা আনুষ্ঠানিক সাহায্য চাওয়ার পর ফরাসি নৌবাহিনীর চার্টার উদ্ধার জাহাজ আবেই নরমান্দিকে যাত্রীদের উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।

এরপর নৌকায় থাকা মোট ৩৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের সবাইকে ডানকের্ক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। 

ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে উপকূল ছেড়ে যাওয়া নৌকাগুলোকে সমুদ্রে যাত্রা আটকানোর ক্ষেত্রে জোরাজুরি করে না ফরাসি কর্তৃপক্ষ। এ কারণে ৩৮ জন অভিবাসীকে বহনকারী নৌকাটিকে শুরুতে যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

অবশ্য, টহল জাহাজ তাদের যাত্রার ওপর নজর রাখছিল। কারণ, নৌকাগুলো কোনো কারণে ঝুঁকিতে পড়ে সাহায্য চাইলে উদ্ধারে এগিয়ে যায় ফরাসি কর্তৃপক্ষ।

ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত এই সমুদ্রপথটি বিশ্বের ব্যস্ততম শিপিং রুটগুলোর মধ্যে একটি। প্রতিদিন ছয়শরও বেশি বাণিজ্যিক জাহাজ এই রুটে যাতায়াত করে। এ অঞ্চলের আবহাওয়া প্রায়শই কঠিন হওয়ায় এটি বিপজ্জনক রুট হিসাবে বিবেচিত হয়।

বিশেষ করে শীতের মাঝামাঝি সময়ের আবহাওয়া অভিবাসী নৌকাগুলোর জন্য ঝুঁকি তৈরি করে। ২০২৪ সালে মোট ৩৬ হাজার ৮১৬ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পার হয়েছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর আসা অভিবাসীর সংখ্যা ২০২৩ সালের ২৯ হাজার ৪৩৭ জনের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে৷ তবে, ২০২২ সালে রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জন অভিবাসী দেশটিতে এসেছেন৷ গত বছরের তুলনায় সংখ্যাটি অন্তত ২০ শতাংশ বেশি।

মন্তব্য করুন