স্পেনের লা করুনা শহরে ২০২১ সালে একজন সমকামী পুরুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল৷ ওই ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে এসেছিল সেনেগালের দুই অভিবাসী৷ এমন সাহসিকতার জন্য শহর কর্তৃপক্ষ দুই অভিবাসীকে দিয়েছে সম্মাননা৷
লা করুনা স্পেনের উত্তর-পশ্চিমের শহর৷ সমকামী ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা পুরো দেশকে হতবাক করে দিয়েছিল৷ দুই অভিবাসী এগিয়ে আসলেও শেষ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি বাঁচানো সম্ভব হয়নি৷ কিন্তু তাদের এমন সাহসী পদক্ষেপ সবার কাছে প্রশংসা কুঁড়িয়েছিল৷
দুই তরুণ সেনেগালিজ অভিবাসী ইব্রাহিমা ডায়াক এবং ম্যাগাত্তে এন দিয়ায়েকে তাদের বীরোচিত ভূমিকার জন্য শহর কর্তৃপক্ষ ‘দত্তকপুত্র’ স্বীকৃতি দিয়েছে।
২০২১ সালের জুলাইয়ে স্যামুয়েল লুইজ নামের তরুণ এক সমকামীকে হত্যা করা হয়েছিল৷ শহরের একটি নাইটক্লাবের বাইরে একদল লোক তাকে মারধর করেছিল।
স্যামুয়েল লুইজ-এর মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এটির নিন্দা জানিয়েছিলেন।
ওই সময় ইব্রাহিমা ডায়াক এবং ম্যাগাত্তে এন দিয়ায়ে ছিলেন অনথিভুক্ত অভিবাসী৷ তাদের বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাদের তখন থেকে বৈধতা দিয়ে রেসিডেন্স পারমিট দেওয়া হয়েছিল।
লা করুনার মেয়র ইনেস রে সম্প্রতি শহরের টাউন হলে এক অনুষ্ঠানে তাদের ‘নিঃস্বার্থপরতার’ প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যেখানে দুই ব্যক্তিকে সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে শুভেচ্ছা জানান।
মেয়র তার বক্তব্যে বলেন, “ক্ষুব্ধ একটি দলের শিকার হওয়া ব্যক্তিকে সাহায্য করার জন্য দুই জন অনিমিত অভিবাসীই শারীরিক ঝুঁকি নিয়েছিলেন। এই সত্যটি আমাদের চিন্তার জন্য অনেক খোরাক জোগায় এবং শিক্ষণীয় হয়ে থাকবে।’’
ম্যাগাত্তে এন দিয়ায়ে বলেন, ‘‘আমরা বীর নই, আমাদের যা করা উচিত ছিল সেটি আমরা করেছি।’’
তিনি বলেন, আমি সেনেগালে যে শ্রদ্ধা, ভালোবাসা এবং সংহতির মূল্যবোধ শিখেছি সেটিরই প্রয়োগ করেছি স্পেনে।
হত্যার ঘটনায় গত বছরের নভেম্বরে আদালত চারজনকে দোষী সাব্যস্ত করেছে৷ প্রধান আসামিকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আক্রমণের সময় সমকামীদের প্রতি অসম্মানজনক মন্তব্য করেছিল অভিযুক্ত।
ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় স্প্যানিশ সরকার অভিবাসন ইস্যুতে মানবতাবাদী এবং ইতিবাচক অবস্থান নিয়েছে৷ ২০২৪ সালের নভেম্বরে দেশটির সরকার কয়েক লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করার জন্য সংস্কার নীতি নিয়েছে।
মন্তব্য করুন