শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ভূমধ্যসাগরে অভিযান, গ্রেফতার ১৫৩ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪

কয়েকটি উদ্ধার অভিযানে ভূমধ্যসাগর থেকে ১৫৩ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ভূমধ্যসাগরে সক্রিয় বেশ কয়েকটি মানবিক উদ্ধার জাহাজ।

সি-ওয়াচ ইটালি রোববার (২৩ ফেব্রুয়ারি) তাদের এক্স-অ্যাকাউন্টে জানিয়েছে, এদিন সি-ওয়াচ, সি-আই এবং মেডিটেরিয়ান জাহাজের নাবিকেরা যৌথভাবে ৪১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। উদ্ধারের পর অভিবাসীদের সবাইকে সি-আই ৪ জাহাজে তোলা হয়েছে।

ইটালি কর্তৃপক্ষ জাহাজটিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ঘন্টা দূরে অবস্থিত নেইপল শহরের বন্দরে নামার অনুমতি দিয়েছে। সি-ওয়াচ দাবি করেছে অপ্রয়োজনীয়ভাবে সমুদ্র থেকে উদ্ধার হওয়া যাত্রীদের যাত্রা দীর্ঘায়িত করার লক্ষ্যে এত দূরের বন্দর নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। 

ওইদিন আরও দুটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে মানবিক উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে অভিযান দুটি পরিচালনা করা হয়। 

প্রথম অভিযানে একটি ফাইবারগ্লাসের নৌকা থেকে তিন জন নারী এবং কয়েকজন অপ্রাপ্তবয়স্কসহ মোট ২৫ জনকে উদ্ধার করা হয়। 

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ইটালীয় কর্তৃপক্ষের সমন্বয়ে। একটি দ্বিতল কাঠের নৌকা থেকে মোট ৮৭ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয় ।

চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার ৭০৪ জন আশ্রয়প্রার্থী অনিয়মিত পথে ইটালিতে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি দ্বিগুণ৷ গতবছর মোট ৬৬ হাজার ৩১৭ জন আশ্রয়প্রার্থী ইটালিতে পৌঁছান, যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক৷ 

ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এই আশ্রয়প্রার্থীদের অধিকাংশই বাংলাদেশ, সিরিয়া, টিউনিশিয়া এবং মিশর থেকে এসেছেন৷

মন্তব্য করুন