হাসপাতালে ভর্তি আছেন পোপ ফ্রান্সিস। ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন ব্রঙ্কাইটিসের চিকিৎসা ও পরীক্ষার জন্য।
তবে পাঁচদিন হয়ে গেলেও এখনো শারীরিক জটিলতা কাটেনি তার। যার ফলে আরও বেশ কয়েকদিন তাকে হাসপাতালেই কাটাতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, প্রবীণ ধর্মগুরুর ‘একাধিক জটিল সমস্যা’ (কমপ্লেক্স ক্লিনিক্যাল পিকচার) রয়েছে। যার ফলে তাকে আরও কয়েকদিন হাসপাতালেই কাটাতে হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
ভ্যাটিকান আরও জানায়, পোপের শ্বাসতন্ত্রে ‘পলিমাইক্রোবিয়াল সংক্রমণ’ ধরা পড়েছে, ফলে তার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে।
গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তিনি কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের উপসর্গে ভুগছিলেন এবং তার বক্তৃতাগুলো পাঠ করার দায়িত্ব অন্য কর্মকর্তাদের দিয়েছিলেন। তবে পোপ ভালো মেজাজে আছেন বলে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন।
পোপের স্বাস্থ্যের বিষয়ে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত করা পরীক্ষাগুলো তার জটিল শারীরিক অবস্থার ইঙ্গিত দিচ্ছে, যার জন্য যথাযথ চিকিৎসা প্রয়োজন। ’
ভ্যাটিকান আরও জানিয়েছে, পোপের সাপ্তাহিক সাক্ষাৎ (যা সাধারণত বুধবার হয়) এই সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে। এর আগে সপ্তাহান্তে ভ্যাটিকান জানিয়েছিল, পোপের অবস্থা স্থিতিশীল এবং তার পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
পোপ রোববার সেন্ট পিটার্স স্কয়ারে তার নিয়মিত প্রার্থনা পরিচালনা করতে পারেননি এবং ক্যাথলিক চার্চের জুবিলি বর্ষ উপলক্ষে শিল্পীদের জন্য বিশেষ প্রার্থনাও আয়োজন করতে পারেননি। গত বুধবার তিনি অসুস্থতার কারণে তার বক্তৃতার একটি অংশ অন্য এক যাজককে পড়ে শোনানোর অনুরোধ করেন।
এ ছাড়া তিনি গত সপ্তাহে ভ্যাটিকানে নিজ বাসভবনে কিছু বৈঠকও করেছেন বিশ্রামের উদ্দেশ্যে।
মন্তব্য করুন