শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সুখবর পেলেন ফ্রান্স প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬
ছবি-সংগৃহীত

ফ্রান্সের সেইন মারিতিম ডিপার্টমেন্টের রুয়ো শহরের মেয়র শহরটিতে আসা নতুন আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের জন্য ১২ হাজার ৪৫০টি গণপরিবহণের টিকিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ফরাসি সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচিত শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল এ ঘোষণা দিয়েছেন৷ স্থানীয় রুয়ো-নরমান্দি অঞ্চলে সক্রিয় অভিবাসন সংস্থাগুলো এবং ইমিগ্রেশন ও ইন্টিগ্রেশন বিষয়ক ফরাসি দপ্তর (অফি)-এর মাধ্যমে যৌথভাবে টিকেটগুলো বিতরণ করা হবে বলে জানিয়ছেন মেয়র। 

শহর কর্তৃপক্ষের মতে, অভিবাসীদের প্রশাসনিক প্রক্রিয়ায় সহায়তার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

তবে এমন ঘোষণার পর শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ঘৃণ্য এবং অশ্লীল বার্তা পেয়েছেন। অতি ডান সমর্থকেরা এটি করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিকোলা মেয়ার রসিনিউল স্থানীয় সংবাদ মাধ্যম আকচুকে ৩ ফেব্রুয়ারি বলেন, ‘‘এই চুক্তির লক্ষ্য হল আমাদের দেশে প্রথমবারের মতো আগত ব্যক্তিদের ইন্টিগ্রেশনকে সহজতর করা৷ অভিবাসন সংস্থা, আশ্রয়প্রার্থী এবং নতুন আগত প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এটি বাস্তবায়ন করা হবে।’’

ফ্রান্সে আসার পর আশ্রয়প্রার্থীরা মাসিক ট্রান্সপোর্ট পাবার আগ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়৷ নতুন এই উদ্যোগের ফলে রুয়ো-নরমান্দি অঞ্চলে আসা আশ্রয়প্রার্থীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

বিনামূল্যে গণপরিবহণের টিকিট দেয়ার এই ঘোষণা অতি ডানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷ মেয়র নিকোলা মেয়ার-রসিনিউল বুধবার সন্ধ্যায় তার এক্স অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।

মন্তব্য করুন