রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভিয়েতনামে ভয়াবহ আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪
ছবি-সংগৃহীত

ভিয়েতনামের রাজধানীর একটি পানশালায় বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে ১১ জন নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। ধারনা করা হচ্ছে বোমা হামলায় এই আগুনের ঘটনা ঘটেছে। পুলিশ এই খবর জানায়।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম হ্যানয়ের বহুতল ভবনের ওই পানশালা আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ভবনটির বিশাল অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ বলেছে তারা স্থানীয় সময় রাত ১১ টার দিকে আগুনের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ভবনের ভিতরে আটকাপড়াদের’ উদ্ধারের চেষ্টা চালায়। 

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুনের ভয়াবহতা দেখে কেউ উদ্ধার কাজে অংশ নিতে সাহস পায়নি। 

হ্যানয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশের ধারনা পানশালাটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

মন্তব্য করুন