বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাকি কারাদণ্ড ঘরে কাটাতে চান নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫
ছবি-সংগৃহীত

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার নতুন করে একটি আইনি আবেদন করেছেন। এতে তিনি তার বাকি কারাদণ্ড ঘরে বন্দি অবস্থায় কাটাতে চেয়েছেন। তবে আদালতের কার্যক্রম নতুন প্রমাণ পর্যালোচনার জন্য প্রসিকিউটরদের সময় দেওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।

৬৯ বছর বয়সী রাজাকের অপরাধ তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) কোটি কোটি মার্কিন ডলারের দুর্নীতির সঙ্গে জড়িত। এই অপরাধে ২০২০ সালের ২৮ জুলাই তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাকে প্রায় ৫ কোটি মার্কিন ডলার জরিমানাও করা হয়েছিল।

২০২০ সালে ওই দণ্ড ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করেছিলেন ১০ বছর দাপটের সঙ্গে মালয়েশিয়া চালানো নাজিব রাজাক। 

ওয়ানএমডিবি দুর্নীতির মামলার সাত অভিযোগের সবগুলোতে নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেন মালয়েশিয়ার আদালত। প্রতিটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের দায়ে একটি অভিযোগে নাজিবকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়।  পরে মালয়েশিয়ার সাবেক রাজার সভাপতিত্বে একটি ‘ক্ষমা বোর্ড’ এই সাজা অর্ধেক করে দেয়।  

আগস্টে ওই সাজার বিরুদ্ধে তার সর্বশেষ আপিলটিও সু্প্রিম কোর্ট খারিজ করে দেয়। আর গত অক্টােবরে উন্নয়ন তহবিলের বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জাতির কাছে ক্ষমা চান নাজিব রাজাক। 

নাজিবের আইনজীবী মুহাম্মদ শাফি আব্দুল্লাহ জানান, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে মঙ্গলবার একটি হলফনামা দাখিল করেছেন। তাতে নিশ্চিত হওয়া গেছে, তিনি পাহাং রাজ্যের রাজপরিবার থেকে ওই অতিরিক্ত আদেশের কপি পেয়েছেন। সুরক্ষামূলক আদেশের কারণে মুহাম্মদ শাফি নথির বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, নথিটি নিশ্চিত করেছে যে নাজিবকে ঘরে বন্দি অবস্থায় শাস্তি কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের শুনানির পর সাংবাদিকদের শাফি বলেন, নতুন প্রমাণটি এই নথির অস্তিত্ব নিশ্চিত করার জন্য উপস্থাপন করা হয়েছে। আপিল আদালত প্রসিকিউটরদের হলফনামা পর্যালোচনা করার জন্য সময় দিতে কার্যক্রম স্থগিত করতে সম্মত হয়েছে।

ফৌজদারি বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হওয়ার দুই বছর পর ২০২২ সালে কারাগারে যান নাজিব।

মন্তব্য করুন