বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

থাইল্যান্ডে বন্যায় লাখো মানুষ গৃহহীন

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৪, ১৮:০৯
ছবি-সংগৃহীত

থাইল্যান্ডের ৮টি প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে প্রতিবেশী মালয়েশিয়ায় গত তিন দিনে বন্যায় ৪ জন নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

থাই আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে নাখন সি থাম্মারাত, ফাত্থালুং, সংখলা, পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত, ক্রাবি, ত্রাং এবং সাতুন প্রদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যার কারণে ৫,৫৩,০০০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে কেবল ফাত্থালুং প্রদেশেই ১০২,৪৯৪টি পরিবার এবং ৫৫৭টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। বাকি আট জনের মৃত্যু হয়েছে পাত্তানি, ইয়ালা, এবং সংখলা প্রদেশে।

আবহাওয়া বিভাগ আরও সতর্ক করে জানিয়েছে, দক্ষিণাঞ্চলের এই ভারি বৃষ্টিপাত ডিসেম্বরের ১-২ তারিখ পর্যন্ত চলতে পারে।

এদিকে প্রতিবেশী মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশেও বন্যা দেখা দিয়েছে। এতে গত তিন দিনে চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া লক্ষাধিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্র-চালিত বারনামা নিউজ এজেন্সি জানিয়েছে, এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

থাইল্যান্ড ও মালয়েশিয়ার এই ভয়াবহ বন্যা লাখো মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে। বাস্তুচ্যুত মানুষদের জরুরি সহায়তা প্রদান এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন