বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ফিলিপাইনে ট্রামির প্রভাবে বন্যা, মৃত্যু ৪৬

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৪, ১৬:০৮
ছবি-সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আকস্মিক বন্যায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ২০ জন। গ্রীষ্মকালীন ঝড় ‘ট্রামি’র প্রভাবে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ‘ট্রামি’ ফিলিপাইন থেকে পশ্চিমে সরে যায় দক্ষিণ চীন সাগরের দিকে। এই ঝড়ে হতাহতের আরো খবর আসতে থাকায় ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়বে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিকোল অঞ্চলে অনেক লোক তাদের বাড়ির ছাদে আটকা পড়েছেন।

এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেন, বিকোলসহ বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীদের পক্ষে সাহায্যপ্রার্থীদের কাছে পৌঁছানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘অনেক এলাকায় ভূমিধস হচ্ছে যা আগে কখনও সেখানে হয়নি। আমার মনে হয় সব এলাকার মাটিই পুরোপুরি সিক্ত হয়ে গেছে, পানির নেমে যাওয়ার জায়গা নেই।’

মার্কোস আরো বলেন, ‘নাগা এবং লাগাজপি শহর থেকে অনেক হতাহতের খবর আসছে কিন্তু আমরা সেখানে এখনও যেতে পারিনি।’

মন্তব্য করুন