বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আমার হৃদয় কাঁদছে: মালালা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৭
ছবি- সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই গাজার স্কুলে ইসরাইলের নির্মম হামলার নিন্দা জানিয়েছেন।

নুসেইরাতে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) ছয় কর্মী নিহত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউএনআরডব্লিউএ’র ছয় কর্মীর মৃত্যুর ঘটনার বিবরণ দিয়ে মালালা তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন এবং বলেন, তিনি মর্মাহত যে ইসরাইল গাজার স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে।

তিনি লিখেছেন, ‘আমি মর্মাহত যে, এখনও ইসরাইল গাজার স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে সেখানে তারা নির্বিচারে হামলা চালাচ্ছে। জাতিসংঘের ত্রাণকর্মীসহ যারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন তাদের প্রিয়জনদের জন্য আমার হৃদয় কাঁদছে।’

গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, নুসেইরাতে শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুলে হামলার ফলে ইসরাইলি বাহিনীর একক হামলায় তাদের কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গেছে।

মালালা জোর দিয়ে বলেন, স্কুল এবং মানবিক সহায়তাকর্মীদের কখনোই লক্ষ্যবস্তু করা ঠিক না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে।

মন্তব্য করুন