শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভিয়েতনাম-মালয়েশিয়া-কম্বোডিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৫, ১২:০৭

এশিয়ার তিন দেশ- ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সোমবার থেকে শুক্রবার (১৪ থেকে ১৮ এপ্রিল) তিনি এই দেশগুলো সফর করবেন বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।  খবর সিএনএ’র। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের আমন্ত্রণে আগামী ১৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর করবেন শি জিনপিং।

এরপর মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার এবং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়ায় সফর করবেন চীনা প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের মধ্যে চীনা প্রেসিডেন্টের দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে এই সফরের খবর সামনে আসলো।  জিনপিং গত সপ্তাহে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত বন্ধন জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

চীন শুক্রবার (১১ এপ্রিল) জানিয়েছে, তারা মার্কিন পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করবে; যা শনিবার (১২ এপ্রিল) থেকে কার্যকর হবে।

মন্তব্য করুন