বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

টোঙ্গায় ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ মার্চ ২০২৫, ১৭:৫০
ছবি-সংগৃহীত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর আশপাশের এলাকায় কিছুক্ষণের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) জিএফজেডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) ভোরে টোঙ্গার লিফুকা দ্বীপের পাঙ্গাই গ্রামের প্রায় ৭৩ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্যও পাওয়া গেছে। কয়েকটি গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, টোঙ্গার ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। প্রাথমিকভাবে একটি গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ ছিল।

পলিনেশীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গা। মোট ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশে ১ লাখের বেশি মানুষের বসবাস। জনসংখ্যার অধিকাংশই দেশটির মূল দ্বীপ টোঙ্গাটাপুতে বাস করেন।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হাজারো মানুষ। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে থাইল্যান্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩৩ তলা ভবন ধসে পড়ার পর এখনো ৭৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

মন্তব্য করুন