বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

শাহবাগে চিকিৎসকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক
  ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
ছবি-সংগৃহীত

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।

অবরোধের ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সড়ক ছাড়েননি তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সরেজমিনে রাজধানীর শাহবাগ মোড়ে দেখা যায়, চিকিৎসকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। মোড় দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

চিকিৎসকদের শাহবাগ মোড় অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েন এসব সড়ক দিয়ে চলাচলকারী মানুষ। অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যানচলাচল বন্ধ। বেশিরভাগ গাড়িই শাহবাগ মোড়ের কাছাকাছি পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।

ঢাকা মেডিকেলের চিকিৎসক মো. ইমরান বলেন, আমাদের ৩০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এই টাকায় বর্তমান সময়ে কি করা যায় বলেন? আমরা কি চিকিৎসক হয়ে ভুল করেছি। এর আগে দাবির মুখে আমাদের ভাতা ৫ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়। কিন্তু আমরা ৫০ হাজার টাকা ভাতা চাই। আমাদের দাবি যৌক্তিক। দীর্ঘদিন ধরে আমরা এই দাবি নিয়ে আন্দোলন করে আসছি।

শাহবাগ মোড়ে পথচারী নাসির উদ্দিন বলেন, গাড়ি চলাচল বন্ধ। হেঁটে যেতে হচ্ছে। এর চেয়ে ভোগান্তি আর হয় না। চিকিৎসকরা আমাদের সেবা দেন। দাবি নিয়ে তাদের রাস্তায় নামতে হবে কেন? সরকার তো এসব সমাধান করতে পারে। তখন তো সাধারণ মানুষের আর এত ভোগান্তি হয় না।

এর আগে বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। চিকিৎসকদের ‘ঐক্য ঐক্য, চিকিৎসকদের ঐক্য’ ‘চিকিৎসকদের দাবি মানতে হবে, মেনে নাও’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ‘হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাক্তারদের অ্যাকশন’ স্লোগান দিতে দেখা গেছে।

এছাড়া অবরোধ ঘিরে শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন