দেশে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে যা সর্বোচ্চ।
দেশে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে যা সর্বোচ্চ।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৪ জন ও বিভিন্ন বিভাগে ১ হাজার ৩২৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৬ জন নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।
মন্তব্য করুন