ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর আয়োজনে 'চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল' শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর শনিবার ঢাকার প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে দেশের শীর্ষ চিকিৎসক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত বিচারপতি, পুলিশের পদস্থ কর্মকর্তা, আইনজীবী এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউরোসাইন্স হাসপাতাল নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, ডা. হুমায়ুন কবির সরকার।
এসময় বক্তব্য দেন বিশিষ্ট এনেসথেসিলজিস্ট, ন্যাশনাল ডক্টরস ফোরাম এর জয়েন্ট সেক্রেটারী, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা মেডিকেল কলেজ এর ক্যান্সার বিশেষজ্ঞ ডা. নাজিরুম মুবিন, ন্যাশনাল ডক্টরস ফোরাম এর পাবলিসিটি সেক্রেটারি ডা. আল কায়েস, লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, ডা. আব্দুল কাদির নোমান, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান কাবুল, বিএসএমএমইউ এর শিশু রোগ বিশেষজ্ঞ, ডা. আতিয়ার রহমান, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী, ডা. মো. তোফাজ্জল হোসেন।
ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. হাবিবা চৌধুরী,ডিইউজে সভাপতি, শহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহ বুলবুল ইসলাম,
সাবেক জেলা দায়রা জাজ বিচারপতি মো. মাসদার হোসেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি এবং এনএসআই সাবেক ডিরেক্টর ড.মতিউর রহমান,বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর জেনারেল সেক্রেটারী, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি,অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
বৈঠকে চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার নানা দিক,বর্তমান পরিস্থিতি এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন