বন্ধু মানে খুব প্রিয় কিছু। এই বন্ধু ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে। বা মা ভাই বোন যে কেউ হতে পারে তোমাদের ভাল বন্ধু। ভাল বন্ধু মানে এমন একজন যার সঙ্গে আদান-প্রদান করা যায় মনের ভাব, বলা যায় দুঃখের কথা, স্বপ্নের কথা। বলা যায় ইচ্ছেগুলো। এই ভাল বন্ধু মানে জীবনের খুব প্রিয় কিছু। বন্ধুরা তোমাদের বাবা-মা হলো তোমাদের সবচেয়ে আপনজন।
আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে বাবা-মা তো আমাদের সঙ্গে স্কুলে পড়ে না, তাহলে কিভাবে বন্ধু হতে পারবে। যারা একই সঙ্গে একই শ্রেণিতে পড়ে শুধুমাত্র তারাই ভাল বন্ধু। তোমাদের এই ধারণা কিন্তু ভুল।
বাবা-মা হলো সবচেয়ে কাছের মানুষ। বাবা-মাও ভাল বন্ধু হতে পারে। বয়সে তোমাদের থেকে বড় হলেও কোন সমস্যা নেই। তারা তোমাদের সবচেয়ে নিরাপদ বন্ধু। আমাদের সমাজে এখনো সব মায়েরা চাকরি করেন না। বেশিরভাগ মা বাসায় থাকেন বা গৃহিনী। আর বাবারা থাকেন বাসার বাইরে ব্যস্ত। তাই বাবার থেেেক মাকে তোমরা কাছে পাবা বেশি।
প্রতিদিন স্কুলে বা কোচিংয়ে গিয়ে কি হল তোমার কোন জিনিসটি প্রিয় বা অপ্রিয়, কি পেলে তুমি খুব বেশি খুশি বা দুঃখ পাও এই ধরণের সব অনুভূতিগুলো তোমার বাবা বা মাকে জানাও। দেখবা উনারা তোমাদের খুব ভাল বন্ধু হয়ে যাবে। তোমাদের অনুভূতি জানানোর পাশাপাশি তোমরাও উনাদের জানার চেষ্টা কর। কি তাদের পছন্দ অপছন্দ সেটা জানার চেষ্টা করো।
মা, বাবা দিবসে তোমরা তাদের কিছু উপহার দেওয়ার চেষ্টা কর বা উপহার দেওয়া সম্ভব না হলে শুধু এতটুকুই বলো যে তুমি তাদেরকে অনেক পছন্দ কর। দেখবা ছোট ছোট এই অভিব্যক্তিগুলো এক সময় অনেক বড় হয়ে যাবে। তাদের সঙ্গে তোমাদের অনেক বন্ধুত্ব হয়ে যাবে।
স্কুলে বা খেলার মাঠে কারো সাথে তোমাদের গন্ডগোল বা বন্ধুত্ব হতেই পারে। অথবা স্কুলের কোন সহপাঠী তোমার সাথে ঝামেলা করতে পারে। কেউ তোমাকে পেন্সিল দিয়ে আঘাত করতে পারে বা কেউ ধাক্কা দিতে পারে। অথবা কারো সাথে তৈরী হতে পারে তোমার খুব ভাল বন্ধুত্ব।
তোমার ভাল লাগা, মন্দ লাগা, তোমাদের ইচ্ছে, স্বপ্নগুলো মা বাবার সাথে শেয়ার করবা। অথবা কোন খেলনা তোমার কিনতে ইচ্ছে করছে, কোন খাবার খেতে ইচ্ছে করছে, যা হয়তো অনেক দামী। তুমি তোমার মা বাবাকে বলতে ভুলে যেওনা বা ভয় পেওনা। উনারা তোমার থেকে বয়সে বড়। তোমাদের যে কোন কাজে উনাদের মতামত , বুদ্ধি পরামর্শ তোমাদের জন্য হবে গুরুত্বপূর্ণ।
বাবা-মা আমাদের সবচয়ে আপনজন। তাঁরা আমাদের জন্ম দিয়েছেন। তোমরা তাদের অনুভূতি জানার চেষ্টা কর। দেখবা উনারাও তোমাদের মন বুঝতে পারবেন। তোমাদের স্কুলের বেস্ট ফ্রেন্ডের মতো উনারাও হবেন তোমাদের বেস্ট ফ্রেন্ড। যেই ফ্রেন্ড তোমাদের সঙ্গে কখনোই প্রতারণা করবে না। তোমাদের বিপদের দিনে তোমাদের পাশে থাকবে।
ডাইরেক্টর -হেল্থ কেয়ার
মন্তব্য করুন