শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

সৌদিতে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির আলোচনা সভা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১
ছবি-সংগৃহীত

সৌদি আরব প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ৫ ফেব্রুয়ারি রাতে রিয়াদ বাথা হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, প্রবাসী নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মাইন উদ্দিন স্বপন সহ প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি'র অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

বক্তারা বলেন বিএনপির মধ্যে সম্প্রীতি ধ্বংস করার ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দেশের আর্থসামাজিক উন্নয়নে, সাধারণ মানুষের কল্যাণে  কাজ করতে হলে বিএনপিকে সুসংগঠিত থাকার বিকল্প নেই।

সভায় রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি এবং সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমকে সৌদি আরব প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে ফুল ও আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন