শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

রোমে শতরূপা মানবিক উন্নয়নের কর্মশালা শীর্ষক আলোচনা

ইতালি প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৮
ছবি-সংগৃহীত

রাজধানী রোমে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল এবং ইতালি প্রবাসীদের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

২ ফেব্রুয়ারি ২০২৫ রোববার সন্ধ্যায় রোমের একটি রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।

শতরূপা মানবিক উন্নয়ন মানবিক ফাউন্ডেশনের স্থায়ী দাতা সদস্য হাজী মোহাম্মদ নুরে আলমের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক মোল্লা ও যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দি ইউরোপীয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান হাজী মোহাম্মদ জসীম উদ্দিন। 


 প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ভিস ইতালিয়ার পরিচালক মনির মোহাম্মদ। আলোচনা সভায় উপস্থিত অতিথিরা সবাই প্রবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শরীফ উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাব্বির আহমেদ, ইতালি মহিলা কল্যাণ সমিতি’র সভাপতি লায়লা শাহ, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুল, চ্যানেল এস দর্শক ফোরামের সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি তাফসিরুল আলম, টিএমসি মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী, সেন্তেসেলী ঐক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারি, দোহার ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ শাজাহান, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিত’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ভিত্তোরিও কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মানিকগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ব্যাপারি, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি রেজাউল করিম রিপন, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপন, রোমান জান্নাহ, সহ-সভাপতি বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালিসহ রোমের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকে।

মন্তব্য করুন