রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

বার্সেলোনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ‌মিলনমেলা

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
  ০২ জানুয়ারি ২০২৫, ২২:৫৪
ছবি-সংগৃহীত

স্পেনের বার্সেলোনায় ইংরেজি নতুন বছরকে ২০২৫ স্বাগত জানিয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘গেট টুগেদার’ ও ‘ডিনার পার্টি’ এর আয়োজন করা হয়। 

বুধবার (১ জানুয়ারি) বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া’ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। 

সংগঠনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের সঞ্চালনায় গল্প-আড্ডা- আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসিত কয়সর, আব্দুল হাকিম, স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদুল সুহেদ, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, 'অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া' এর সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সুলতান, তুতিউর রহমান, ইকবাল বক্সি, রফিক উদ্দিন, আব্দুল জব্বার, সেলিম আহমদ লালন, ওয়াজিজুর রহমান মুজিব, এলাইছ মিয়া, নিজাম উদ্দিন, মোস্তাক আলী, মাসুক আহমদ, নুরুজ্জামান আলী, জহিরুল ইসলাম, ইমন আহমদ, তাজুল ইসলাম, ফারহাদ হোসেন প্রমুখ। 

আলোচনায় প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা প্রাধাণ্য পায়। পাশাপাশি পুরাতন বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সভাপতির বক্তব্যে করিম আলী জানান, বার্সেলোনায় বাংলাদেশিদের জন্য নানা কাজ পরিচালনার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের জন্য একটি লোকাল ক্রয় করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কবরস্থানের জন্য জায়গা ক্রয়ের কার্যক্রম অনেকাংশে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান। 

আলোচনা শেষে নতুন বছর সকলের ভালো প্রত্যাশা এবং মাতৃভূমি বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় শাহ জালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন।

মন্তব্য করুন