রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়ায় মানবপাচার, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার

আহমাদুল কবীর
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পাদাংসিডিমপুয়ান শহরের জালান মাওয়া এলাকার একটি বাড়ি থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে।

ইন্দোনেশিয়ার সিন্ডো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাদাংসিডিমপুয়ানের পুলিশপ্রধান একেবিপি উইরা প্রয়াতনা এক বিবৃতিতে এসব তথ্য জানান। 

তিনি জানান, আটক ওই দম্পতি তাদের মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যান।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ১২ জনকে বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে প্রথমে জলপথে মালাক্কা প্রণালীর মধ্যদিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়।

এরপর তাদের পাদাংসিডিমপুয়ানের জালান মাওয়ারের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে পাচারকারীরা প্রত্যেকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে জানানো হয়, মুক্তিপণ দেওয়া হলে তাদের মুক্ত করে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে।

আটক দম্পতিকে ইন্দোনেশিয়ার মানবপাচারের অপরাধ সম্পর্কিত আইনে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশিকে বর্তমানে উত্তর সুমাত্রা প্রদেশের সিবোলগা ইমিগ্রেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাচারকারীরা নৌকায় করে ক্রিসমাস আইল্যান্ডে নিয়ে যাচ্ছিল।

পথে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং একটি কাঠের নৌকায় করে রোট দ্বীপে নামিয়ে দিয়ে যায়। এর আগে গত সপ্তাহে (১৯ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোট দ্বীপের একটি সৈকত থেকে ১৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

মন্তব্য করুন