রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
  ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫
ছবি-সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ফুড ডেলিভারি চালক মিজান নিহত হয়েছেন। অভিযুক্ত গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, পরে পুলিশের চাপে আত্মসমর্পণ করেছেন। 

জানা যায়, সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে উছেরা এলাকার একটি রাস্তায় দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্ট উপড়ে ফেলে এবং দুটি কন্টেইনারে ধাক্কা দেয়। পরে সাইকেল আরোহীকে আঘাত করে। আঘাতের ফলে চালক অনেক দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটি একটি পার্কিং করা গাড়িতে ধাক্কা দিয়ে বাগানের ভেতরে পড়ে যায়। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়ির চালক এবং তার সহযাত্রী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পালিয়ে যান। দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর অভিযুক্ত চালক, যিনি চীনা নাগরিক, তার আইনজীবীর সঙ্গে মাদ্রিদ পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে পুলিশ তার গাড়ি জব্দ করেছে এবং গাড়ির ভেতর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। তবে এখনো চালকের সহযাত্রী পলাতক। 

পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহত ব্যক্তি মিজানুর রাহমান (২৮) ২ বছর যাবত মাদ্রিদে বসবাস করতেন। তিনি অনিয়মিত ছিলেন। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টেংরাবাজার এলাকার হিঙ্গাজিয়া গ্রামে। 

তার এই অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন