আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ড. হাবিবুর রহমান আজহারীর মৃত্যুতে শোক জানিয়েছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ।
তিনি জানান, এ রকম একজন সম্ভাবনাময় উচ্চ শিক্ষার্থী বাংলাদেশি ছাত্র এর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। ইতিমধ্যে দূতাবাস ও রাষ্ট্রদূত এর পক্ষ থেকে শোকবার্তা জানাতে এবং সকল সহায়তা করার জন্য আমাদের কাউন্সিলর মো. ইসমাইল হোসেন শোকসন্তপ্ত পরিবারের কাছে গিয়েছেন।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সকল প্রকার সমবেদনা এবং সহযোগিতা জানাচ্ছি। দূতাবাস এবং রাষ্ট্রদূত এরকম শোকের সময়ে পরিবারের পাশেই আছে ও থাকবে।
তিনি আরো জানান, ড. হাবিবুর রহমান এর পরিবারের ইচ্ছায় রাজধানী কায়রোর আবুরস্থ বাংলাদেশ দূতাবাসের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে, ঐতিহাসিক আল-আজহার মসজিদে জোহরের নামাজের পর ডঃ হাবিবুর রহমান এর জানাজায় হাজারো মানুষের ঢল নামে। তার সহপাঠী ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিন, অধ্যাপক সহ হাজারো মুসুল্লি তার নামাজে জানাজায় শরিক হন। জানাজা শেষে শত শত বাংলাদেশি শিক্ষার্থী ও সহপাঠী হাবিবুর এর মৃত্যুদেহ নিয়ে আবুরস্থ বাংলাদেশ দূতাবাসের কবরস্থানে সমাহিত করতে যান।
উল্লেখ্য যে, সোমবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দিনগত রাত ১টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে কায়রোর আততাইসির হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলার হরিণ খানার আব্দুল হাকিমের ছেলে ড. হাবিবুর রহমান আজহারী আল আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদ থেকে স্নাতক ও তাফিসরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে তাফসির ও উলুমুল কুরআন নিয়ে পিএইচডি গবেষনারত ছিলেন।
মন্তব্য করুন