২ ডিসেম্বর রাতে মহান বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর মতবিনিময় সভা রিয়াদ সানসিটি পলিক্লিনিক সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে -সাধারণ সম্পাদক ফকির আল আমিনের সঞ্চালনায়
সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা শাহাদাত হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসমাউল হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাদেক আহমেদ, প্রচার সম্পাদক ফকির হাকিম, সদস্য আল আমিন বিন নান্নু মিয়া প্রমূখ।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দূতাবাসের অস্থায়ী ব্যাধিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের প্রোগ্রামে সকল সদস্যদের স্বশরীরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন