বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

রিয়াদে সানাম প্রোডাকশন এশিয়ান অ্যাওয়ার্ড পেলেন ৮ বাংলাদেশি

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
  ৩০ নভেম্বর ২০২৪, ১৭:৪২
ছবি-সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আল খাইয়াম হোটেলে ৩০ নভেম্বর রাতে সানাম প্রোডাকশন এশিয়ান অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবে বসবাসরত এশিয়ান দেশগুলোর বিভিন্ন সেক্টরে অবদান রাখা ব্যক্তিদেরকে সানাম প্রোডাকশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তারই ধারাবাহিকতায় পাকিস্তান, বাংলাদেশ এবছর এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে  কামরান মালিক বলেন যোগ্য ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমরা খুশি, আগামীতে এশিয়া মহাদেশের সকল দেশের সৌদি আরবে কর্মরত ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী সানাম প্রোডাকশন আওয়ার্ড প্রদান করা হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সানাম অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি ৮ জন। তারা হলেন- সাংবাদিকতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পেয়েছে রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মান পেয়েছেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের ইংরেজি শাখার চেয়ারম্যান ডাক্তার মো. মহসিন, ডাক্তার মোহাম্মদ আবদুল হালিম, শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের বাংলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসাইন, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও উদ্যোক্তা হিসেবে সম্মান পেয়েছেন সাইন সিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মো. ফারুক হোসেন, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন ফকির আল মামুন, এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে ভালো ফলাফল করায় বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের বাংলা শাখার শিক্ষার্থী তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে পাকিস্তানের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সোশ্যাল ওয়ার্কার, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন ক্ষেত্রে সানাম অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।

মন্তব্য করুন