বাংলাদেশ দূতাবাস রিয়াদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ও লেভেল এবং এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবউল্যা সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
ছাত্র ছাত্রীদের এই অর্জন ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আজকের এই ছাত্রছাত্রীরা পৃথিবীর যে প্রান্তেই লেখাপড়া করুক না কেন; তাদের সকলের কাছে এই নিবেদন থাকবে তারা দেশে ফিরে গিয়ে দেশ বিনির্মাণে এই অর্জিত জ্ঞান কাজে লাগাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের বাংলা শাখায় এসএসসির ৪ জন এবং এইচএসসি এর ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (ইংলিশ সেকশন) এর ও লেভেল এবং এ লেবেলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এমআরএম
মন্তব্য করুন