শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন ৮২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  ২২ নভেম্বর ২০২৪, ১৫:৩৮
ছবি-সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮২ জন প্রবাসী বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের বহনকারী 'ইকে-৫৮৪' ফ্লাইটটি রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফেরেন।

ফেরত আসাদের মধ্যে ৭৬ জন প্রবাসীকে সরকারি খরচে এবং ছয়জনকে আইওএমের অর্থায়নে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত আসা ৭৬ জন বৈরুতে বাংলাদেশ দূতাবাসে এবং বাকি ছয়জন আইওএমে নিবন্ধন করেছিলেন।

বৃহস্পতিবার পর্যন্ত ১১টি ফ্লাইটে লেবানন থেকে ফিরেছেন ৬৯৭ বাংলাদেশি।

প্রত্যাবর্তনকারীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধের মধ্যে যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। 

মন্তব্য করুন