বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

স্পেন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
  ১৫ নভেম্বর ২০২৪, ১৯:৩৫
ছবি-সংগৃহীত

স্পেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্পেন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপুত রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি স্পেন শাখার সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্পেন বিএনপি, মাদ্রিদ মহানগর, স্পেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ ৬ বছরের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলা বিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদা শীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা। বিপ্লবের চেতনায় উদ্ভাসিত হয়ে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবেই।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রিদ মহানগরের সভাপতি সোহেল আহমদ সামছু, বিএনপি নেতা হেমায়েত খান, সাঈদ মিয়া, জাকিরুল ইসলাম জাকি, আব্দুল আওয়াল খান, বাবলু খান, হুমায়ূন কবির রিগ্যান, শহিদুল ইসলাম, পিয়ার হোসেন, মানিক ব্যাপারী, শামীম খান বিপ্লব, শাহ আলম, ফয়জুর রাহমান, মিনহাজ ইসলাম, মুহাম্মাদ রফিক প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাহিদ হাসান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল মজিদ সুজন, সোলেমান আহমদ, সুমন হাওলাদার, মোর্শেদ আহমদ, কাজী হারুন, আমির হোসেন, ইয়াহিয়া আহমেদসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে জামাল উদ্দিন মনির বলেন, ‘যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবেই। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। এই দিন থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন।

সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আওয়ামী দু:শাসনের স্মৃতি তুলে ধরে বলেন, আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও পরাজিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে নিমগ্ন রয়েছে। দেশে বিদেশে জাতীয়তাবাদী দলের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনির।

মন্তব্য করুন