বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

প্রবাসীদের প্রশংসায় মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
  ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৯
ছবি-সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের কঠোর পরিশ্রম, সততা ও কর্ম কর্মদক্ষতার প্রশংসা করেছেন মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কামাল বিন পারদি।

মঙ্গলবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার পুত্রজায়ায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কামাল বিন পারদির সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন দুই কর্মকর্তা।

মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত সহযোগিতার জন্য মহাপরিচালক এবং তার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার শামীম আহসান।

মহাপরিচালক দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও দৃঢ় দায়িত্ববোধের প্রশংসা করেন।

বৈঠকে বোয়েসেলের মাধ্যমে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মী সফল ও সুষ্ঠুভাবে নিয়োগের উদাহরণ টেনে কোনো টাকা ছাড়াই নিয়োগ কার্যক্রমের সফলতা ও সুবিধার কথা তুলে ধরেন হাইকমিশনার।

বৈঠকে শ্রম অধিদপ্তরের উপ-মহাপরিচালক পুয়ান বেটি বিনতে হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, সৈয়দ শরিফুল ইসলাম কাউন্সেলর (শ্রম)।

মন্তব্য করুন