বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ 

আফছার হোসাইন, মিশর থেকে
  ১১ নভেম্বর ২০২৪, ২৩:৪২
ছবি-সংগৃহীত

বিখ্যাত ফুটবল তারকা মোহাম্মদ সালাহ’র দেশ মিশরে গত শনিবার (৯ই নভেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাস ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এক প্রিতি ফুটবল ম্যাচ। 

এতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও  আল- আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি সহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।

স্থানীয় সময় বিকেল তিনটায়  প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় মিশরে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দুটি দল 'তাব্বা বনাম দাররাসা' টিমের মধ্যে।  

দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অঙ্গ ছাত্র সংগঠন “আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ' এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দাররাসা টিম ২-০ গোলে এগিয়ে যায় এবং বিরতির পর আরও দুই গোল দিয়ে চূড়ান্ত জয় অর্জন করতে সক্ষম হয় তারা। 

দাররাসা টিমের হয়ে মোহাম্মদ ওমায়ের (২২) দুই গোল, মিনহাজ (২১) এবং নাসিম (২০)  এক এক গোল করে দাররাসার বিজয় চূড়ান্ত করে।

ম্যাচটির দর্শকের গ্যালারিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ, বিশেষ অতিথি ছিলেন আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি, আল-আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রাবাসের (মাদিনাতুল বুঊসিল ইসলামিয়া) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থাপক আলা -উদ্দিন-মুহাম্মদ ইমাম সহ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর ‘ইত্তেহাদ’ ও এর অঙ্গ-সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ সহ  দেশটিতে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও বিদেশী শিক্ষার্থীরা। 

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ এবং আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি।

মন্তব্য করুন