বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

জাতিসংঘে আইসিএসসির সদস্য হলেন বাংলাদেশি রাষ্ট্রদূত মুহিত

নিজস্ব প্রতিবেদক
  ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৮

জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশি কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্বাচিত দুটি শূন্য আসনের জন্য বাংলাদেশের পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়ার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বাংলাদেশ ও চীনের প্রার্থীরা নির্বাচিত হন।

শনিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচিত হওয়ার পর মুহিত বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও জাতিসংঘে সক্রিয় ভূমিকার স্বীকৃতি।

ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন (আইসিএসসি) হলো জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন, যা ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত। কমিশনটি জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ, কর্মীদের প্রাপ্যতা ইত্যাদি বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সুপারিশ করে।

মোহাম্মদ আব্দুল মুহিত ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ারম্যান, ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএস এর এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের সভাপতি এবং জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের চেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রদূত মুহিত ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত চার বছরব্যাপী আইসিএসসি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন