মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটাভারুতে ৪৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাজ্যের কোটা ভারু এবং মাচাং শহর থেকে ৪৮ বাংলাদেশিসহ ৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্টেট ইমিগ্রেশনের উপ-পরিচালক (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, আটকদের মধ্যে ৪৮ বাংলাদেশি ছাড়াও চারজন ইন্দোনেশিয়ান পুরুষ ও তিনজন নারী এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।
নিক বলেন, কেলান্তান জিআইএম ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার ১৮ কর্মকর্তার সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপস মাহির/সাপু নামে কোটা ভারু শহরের কাম্পুং কোক পাসির, কাম্পুং টেম্পোয়াক, কাম্পুং বেটিং লেবার কেমুমিন কোটা ভারু, কাম্পুং মেরবাউ চোন্ডং, পুলাই চোনডং এবং মাচাংসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।
আটক অভিবাসীরা ২৩ থেকে ৫০ বছর বয়সী। তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।
বিদেশিদের কোনো অবৈধ কার্যকলাপ এবং অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দিতে রাজ্যের জনসাধারণকে আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এছাড়া অবৈধ অবিবাসী রক্ষায় মাস্টারমাইন্ড, সহায়তাকারী যে কোনো কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন