মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বাংলাদেশিসহ ৭১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ২৪ জন বাংলাদেশি নাগরিক।
বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফেডারেল টেরিটরির মালয়েশিয়ান অভিবাসন বিভাগ (জিআইএম) রাজধানীর চারপাশে অভিযান চালায়। এসময় তাদের আটক করা হয়।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, অভিযানকালে ১৫০ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এরপর বাংলাদেশি ২৪ জন, মিয়ানমারের ৩০, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, থাইল্যান্ডের একজন ও পাকিস্তানের এক নাগরিকসহ মোট ৭১ জনকে অভিবাসন আইন লঙ্ঘন করার অপরাধে আটক করা হয়।
পরিচালক ব্যাখ্যা করেন, অভিবাসন আইন লঙ্ঘনের অপরাধে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা পাঁচ বছরের বেশি কারাদণ্ড বা বেত্রাঘাত সহ উভয় দণ্ড হতে পারে।
ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জোর দিয়ে বলেন, আটক বিদেশিদের সুরক্ষার সঙ্গে জড়িত পক্ষ, নিয়োগকর্তা বা অন্য কেউ হোক না কেন, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা বজায় রাখতে তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন