অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেলাঙ্গরের পুলিশ প্রধান। স্থানীয়দের অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরই আসতে পারে বড় অভিযান।
রাজ্য পুলিশপ্রধানের বরাতে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, রাজ্যের আম্পাংয়ের কুয়ালা সেলাঙ্গর, সুঙ্গাই বুলোহ এবং পান্ডান মেওয়াহর আশপাশের এলাকাগুলোতে প্রবাসীদের আধিক্যের ফলে পুলিশি নজরদারিতে রয়েছে।
সেলাঙ্গরের পুলিশপ্রধান, দাতুক হোসেন ওমর খান বলেছেন, পুলিশ অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসী মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে এবং তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, শুধুমাত্র এলাকাতেই নয় (পান্ডান মেওয়াহ, আমপাং), অন্যান্য এলাকা যেমন কুয়ালা সেলাঙ্গর এবং সুঙ্গাই বুলোহ যেখানে বিদেশিদের উপস্থিতি স্থানীয়দের উদ্বেগ বাড়াচ্ছে সেখানে আমাদের নজরদারি রয়েছে।
‘এলাকাগুলো পুলিশের নজরদারির অধীনে রয়েছে এবং আমরা ইমিগ্রেশন বিভাগের সাথে একটি সমন্বিত অভিযান চালানোর আগে গোয়েন্দা তথ্যর জন্য অপেক্ষা করি’। সোমবার (৪ নভম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্তব্য করুন