শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জার্মানির ফ্রাংকফুর্টে বাংলাদেশি দোকানের যাত্রা

ফাতেমা রহমান রুমা, ফ্রাংকফুর্ট
  ০৩ নভেম্বর ২০২৪, ১৬:০৫

ফ্রাংকফুর্ট মেইন স্টেশন এলাকায় টাওনুস রোডে ‘পাটোয়ারি এন্টারপ্রাইজ’ নামে বাংলাদেশি পণ্যসামগ্রীর দোকান উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল প্রবাসী বাংলাদেশি সুলভমূল্যে দেশি পণ্যসামগ্রী ক্রয় করেন এবং পাটোয়ারী পরিবারকে ধন্যবাদ জানান। 

প্রবাসের মাটিতে দেশীয় পণ্য সামগ্রী সুলভ মূল্যে স্বদেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই ব্যাবসায়িক প্রচেষ্টাকে ফ্রাংকফুর্ট শহরের বিপুল সংখ্যক বাংলাদেশিরা সাধুবাদ জানান।

তারা আনন্দচিত্তে দেশীয় মাছ-সবজীসহ রকমারী পণ্য ক্রয় করেন।

এখানে উল্লেখ্য,পাটোয়ারী এন্টারপ্রাইজ সংলগ্ন বাংলাদেশি রেস্টুরেন্ট Crunch and Munch এর দুই তরুণ উদ্যোক্তা টিপু এবং সাইদকেও প্রবাসীরা ধন্যবাদ জানান। পাশেই আরও একটি ছোট পরিসরে ফাস্টফুডের দোকান আছে আরেক প্রবাসীর।

ফ্রাংকফুর্ট শহরের টাওনুস রোডের (ডিবি ৪২তলা বিল্ডিং) ঠিক পাশেই যেন ছোট একটি বাংলাদেশ গড়ে উঠেছে। প্রতিদিন অনেক প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা নিজেদের মিলনস্থলে পরিণত করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাটোয়ারী পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি সকল পণ্যের ওপর ১০ শতাংশ মূল্য হ্রাস ও মজাদার আপ্যায়নের ব্যবস্থা করেন। সস্তায় বাংলাদেশি পণ্য পাওয়ায় জার্মানির বাঙালি প্রবাসীরা প্রাণবন্ত হয়ে ওঠে। এক টুকরো বাংলাদেশ এ পরিণত হোল টাওনুস রোডে।

মন্তব্য করুন