স্পেন বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন বি এন পি'র সাবেক সহ সভাপতি মোরশেদ আলম তাহেরের রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাইয়ে কারাবাকা গ্রাম বাংলা রেস্টুরেন্টে স্পেন বি এন পি'র সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সুহেল আহমেদ সামসু, সাধারণ সম্পাদক কাজী জসিম , বি এন পি নেতা হেমায়েত খান , মিল্টন ভূইয়া কচি , শিপার আহমদ ,আসাদ আলী , আব্দুল মতিন, শহিদুল ইসলাম , জাহিদ হাসান ,সাঈদ মিয়া , সোলেমান আহমদ , আব্দুল মজিদ সুজন , মানিক ব্যাপারী, শামীম খান বিপ্লব ,শাহ আলম প্রমুখ।
সভায় বক্তারা মোরশেদ আলম তাহেরের স্মৃতিচারণ করেন।মোরশেদ আলম তাহের বি এন পি'র নিবেদিত কর্মী এবং একজন ভালো সংগটক ছিলেন বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
সভায় মোরশেদ আলম তাহেরের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এদিকে মোরশেদ আলম তাহেরের মৃত্যুতে শোক বার্তাপ্রেরণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনির।
মন্তব্য করুন