সৌদি আরবের রাজধানী রিয়াদে ঢাকা থেকে আগত ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) প্রতিনিধি দল রিয়াদ বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এস এম রাকিবউল্যা এর সাথে ২৮ অক্টোবর সোমবার ১১টায় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মুর্তজা জুলকার নাইন নোমান, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, প্রিন্টিং এন্ড পাবলিকেশন পরিচালক এস এম বিল্লাল হোসেন সুমন, মিডিয়া এন্ড প্রেস পরিচালক মো. ইউনুস, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ ব্যবসায়িক প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং প্রবাসের মাটিতে পর্যটন মেলা করতে আন্তরিকভাবে টোয়াব এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে কাজ করার জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত উদাত্ত আহ্বান জানান, এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা লাগলে করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন